
প্রতিদিনই আমরা কোন না কোন ফল খাই৷ তেমনই রূপরর্চার ক্ষেত্রেও বিভিন্ন ফল ব্যবহার করি যেমন লেবু, কমলালেবু, কলা, পেঁপে ইত্যাদি৷ ফল ব্যবহারের পর আমরা ফলের খোসা ফেলে দিই৷ কিন্তু বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ফলের খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগে এবং এগুলি রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার হয়৷ তারই কিছু টিপস রইল আপনাদের জন্য৷
- শরীরে ঘামের গন্ধ হলে স্নানের আগে জলে লেবুর খোসা ডুবিয়ে রাখুন৷ মাথার চুল থেকেও লেবুর গন্ধ আসবে৷ যাদের বেশি ঘাম হয় তারা এটি প্রয়োগ করে দেখতে পারেন৷
- কমলালেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন৷ এটি খুব সুন্দর একটি পারফিউমে পরিণত হয়৷ বাইরে বেরোনোর আগে এটি শরীরে লাগিয়ে নিলে সারাদিন গায়ে সুন্দর কমলার গন্ধ থাকবে৷
- কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন৷ প্রতিদিন সামান্য গরম জলে গুলে মুখ ধুলে ত্বক উজ্জ্বল হয়৷
- দাঁতের হলদে ভাবের জন্য অনেকেই প্রাণ খুলে হাসতে লজ্জা পান৷ এই সমস্যা দূর করতে দিতে পারে কলার খোসা৷ কলার খোসা দিয়ে রোজ দুবেলা দাঁত ঘসলে দাঁতের হলদে ভাব দূর হয়ে যায়৷
- পেঁপের খোসা সকলেই ফেলে দেন৷ কিন্তু এটিও বেশ উপকারি৷ পেঁপের খোসা দিয়ে পায়ের পাতা ও গোড়ালি ঘষলে পা কোমল থাকে৷ এছাড়াও গোড়ালি ফাটার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়৷