
ক্রীড়া ডেস্ক : প্রতিপক্ষ ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল দুর্ঘটনার পরই শাপেকোয়েন্সকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি জানিয়েছিল। দাবি ছিল বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তদেরও।
কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ার উদ্দেশ্যে পথেই বিমান দুর্ঘটনায় নিহত হন স্টাফসহ শাপেকোয়েন্স ক্লাবের ১৯জন ফুটবলার। তাদের সঙ্গে নিহত হন ওই বিমানের মোট ৭১ জন যাত্রী। এক সঙ্গে একটি ক্লাবের এতজন ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্বফুটবল অঙ্গনে।
নিহতদের প্রতি সম্মান জানাতে ফাইনাল খেলার অপেক্ষায় থাকা কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল শাপেকোয়েন্সকে চ্যাম্পিয়ন্স ঘোষণা দেওয়ার প্রস্তাব দেয়। অবশেষে তাদের প্রস্তাবে শাপেকোয়েন্সকে চ্যাম্পিয়নস ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনেমেবল)
চ্যাম্পিয়ন ঘোষণার সঙ্গে শাপেকোয়েন্সকে দেওয়া হবে চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি। যার মূল্য ১.৫৭ মিলিয়ন পাউন্ড। আর তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো ন্যাসিওনাল পাচ্ছে প্রায় ৭৮ হাজার পাউন্ড।
সোমবার এক সংবাদ সম্মেলনে কনমেবল ভাইস-প্রেসিডেন্ট ইভান তোজ্জো বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম শাপে চ্যাম্পিয়ন হতে পারত। এটা তাদের প্রতি দারুণ এক সম্মান প্রদর্শন। তাদের আত্মার শান্তি এবং খেলার স্প্রিট বিবেচনা করে শাপেকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।’