প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে

অর্থনৈতিক প্রতিবেদক : দেশে প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা জরুরী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে। এই সংখ্যা কোনোভাবেই ১ শতাংশ হতে পারে না। সঠিক পরিসংখ্যান করা না গেলে প্রতিবন্ধীদের জন্য বাজেট করা কঠিন।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব জাতীয় বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান বলেন, ‘তথ্যানুযায়ী গত পাঁচ বছরে প্রতিবন্ধীদের জন্য ১ হাজার ৮৭৪ কোটি চার লাখ টাকা বাজেটে বরাদ্দ করা হয়। এর মধ্যে ২০১২-১৩ অর্থবছরে ১৩১ কোটি সাত লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৭১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৫০১ কোটি ৯৩ লাখ টাকা ও ২০১৬-১৭ অর্থবছরে ৭৫৬ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ করা হয়।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণায়, বাংলাদেশে মোট ১৪ লাখ ৯০ হাজার ১০৫ জন প্রতিবন্ধী আছে বলে জানানো হয়।’

খলীকুজ্জমান বলেন, ‘সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১ শতাংশ প্রতিবন্ধীর সংখ্যা প্রকৃতপক্ষে কম। যদি এই হিসাব সত্যি হয়, তাহলে বাজেটে তাদের জন্য বরাদ্দকৃত অর্থ যথেষ্ট। কিন্তু এ সংখ্যা আরও বেশি হবে। সে ক্ষেত্রে বাজেট কম হয়। তাই সঠিক পরিসংখ্যান করা না গেলে, বাজেট করা কঠিন হবে।’

তিনি আরো বলেন, ‘বাজেট করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে বাস্তবায়নের মান দেখতে হবে।’

বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার পরিবর্তন আনার জন্য কাজ করছে। এ ক্ষেত্রে প্রতিবন্ধীরাও এর বাইরে নয়। সরকার এই ক্ষেত্রটি নিয়ে সচেতন আছে।’

তিনি বলেন, ‘আলোচনায় প্রতিবন্ধীদের জন্য যেসব সুপারিশ করা হয়েছে, তা অর্থমন্ত্রীকে জানানো হবে।’ একই সঙ্গে প্রতিবন্ধীদের আয়করমুক্ত সীমা পাঁচ লাখ করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা।

আলবার্ট মোল্লা বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১০৫ জন উল্লেখ করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে অনেক প্রতিবন্ধী এই হিসাবের বাইরে রয়েছে। কিন্তু বাজেট করা হয় ১৪ লাখ ৯০ হাজার ১০৫ জনের উপর ভিত্তি করে। এমতাবস্থায় পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবন্ধীর সংখ্যা নিরূপণ করা জরুরি।’

প্রতিবন্ধীদের উন্নয়নে কিছু সুপারিশ করেন আলবার্ট মোল্লা। এর মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম, ভিজিডি কর্মসূচি, ভিজিডি ইউপি ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। একই সঙ্গে মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আওতায় আনতে উপবৃত্তি প্রদান, সরকারি চাকরিতে বরাদ্দকৃত কোটার বাস্তবায়ন, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বাংলা ইশারা ভাষা গবেষণা ইনস্টিটিউট স্থাপন।