কক্সবাজার প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অটিজমসহ প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ ও সরকারি সহযোগিতা পেলে তারাও সমাজে অবদান রাখবে সক্ষম হবে।
শুক্রবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপদ যাতায়াতের জন্যও কাজ করছে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।