ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই পা হারানোর ঘটনায় কুরবান আলী (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার ৩ নম্বর আসামি। কুরবান আলী নলভাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে।
এর আগে গত ৭ নভেম্বর এ মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গত ১৬ অক্টোবর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে বখাটেরা শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। পেশায় বর্গাচাষি শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে শাহানূর দুই পা হারিয়েছেন বলে পরিবারের ভাষ্য।