বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী কনা ও কোনাল। দুজনেরই রয়েছে সমান শ্রোতাপ্রিয়তা। আলাদা আলাদা সিনেমায় প্লেব্যাকও করেছেন তারা। প্রথমবারের মতো এবার এই দুই শিল্পী একসঙ্গে সিনেমার গানে প্লেব্যাক করলেন।
শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপতলীর কাজল’ সিনেমায় ‘রোদ নেমেছে গাছের ডালে, ইচ্ছে পাখি উড়ালো ডানা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এ গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা শামীমুল ইসলাম শামীম।
এ প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম রাইজিংবিডিকে বলেন, ‘কয়েকদিন আগে গানটির কথা লেখা হয়েছে, কথাগুলো দারুণ। সুরও দারুণ হয়েছে। আর এই গানটির মাধ্যমে প্রথমবার সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিলেন কনা-কোনাল। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত ‘গোলাপতলীর কাজল’ সিনেমায় অভিনয় করছেন সাইমন-মাহি-আসিফ নূর। সিনেমাটির সিংহ ভাগ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।