ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
স্কোর: অস্ট্রেলিয়া ৭ ওভারে ৩০/১ রান।
বাংলাদেশ ৩০৫/১০ রান।
রেনশকে ফেরালেন মুস্তাফিজ: অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় ওভারেই টাইগার ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন মুস্তাফিজুর রহমান। ঢাকা টেস্টে উইকেট বঞ্চিত থাকা মুস্তাফিজ চট্টগ্রাম টেস্টের শুরুতেই উইকেট পেলেন। তার করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট হয়ে ফেরেন অসি ওপেনার ম্যাট রেনশ। রেনশর ব্যাট ছুঁয়ে বল উইকেটের পিছনে গেল দুর্দান্ত এক ডাইভে এক হাতে বল তালুবন্দি করেন মুশফিক।
লায়নের ৭ উইকেট, বাংলাদেশ ৩০৫: ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে ৩০৫ রানে থামিয়েছেন লায়ন। আগের ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকান তাইজুল ইসলাম। পরের ওভারে বড় শট খেলতে গিয়ে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। আর তাতেই বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি হয়।
রানআউটের খড়গে কাঁটা মিরাজ: নাসিরের পর ক্রিজে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজ। নাথান লায়নের বলে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান। ওয়ার্নারের ছুঁড়ে দেওয়া বল সরাসরি স্টাম্পে আঘাত হানলে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন মিরাজ।
আক্ষেপ নিয়ে ফিরলেন নাসির: দলপতি মুশফিক ফেরার পর অনেকটা ধৈর্য্য ধরেই ক্রিজে থিুত হতে চাইছিলেন নাসির হোসেন। ১৯ রান নিয়ে দিন শুরু করা নাসির একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে। কিন্তু ব্যক্তিগত ৪৫ রানের সময় সাজঘরে ফিরতে হয় তাকে। মিরাজের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে ২৮ রানে জুটি ভাঙ্গে। অ্যাস্টন অ্যাগারের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরেন নাসির।
মুশফিককে ফেরালেন লায়ন: বড় সংগ্রহের লক্ষ্য নিয়েই আজ নাসির হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুশফিকুর রহিম। গতকাল ৬২ রানে অপরাজিত থেকে দিন শেষে করেছেলেন টাইগার অধিনায়ক। তবে আজ তাকে বেশিদূর যেতে দেননি গতকাল ৫ উইকেট পাওয়া নাথান লায়ন। দিনের প্রথম ওভারে বোলিং করতে এসে মুশফিককে বোল্ড করে ফেরালেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৬৬ বল মোকাবিলায় ৫ টি চারে ৬৮ রান করেন মুশফিক।
নাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমানের সঙ্গে শতরানের জুটিতে দলকে মুশফিকুর রহিম নিয়ে গেছেন ভালো অবস্থানে।