প্রথম ধাপের ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

তানভির আহমেদ: সারাদেশে প্রথম ধাপের ২০৪ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু ইউপি নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া গেছে।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ও নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে নৌকার এবং আরেকটিতে বিদ্রোহ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সিংচাপইড় ইউনিয়নে নৌকার প্রার্থী সাহাব উদ্দিন সাহেল ৫ হাজার ১২১ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাহিদ আলী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৫১ ভোট।

এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি হয়েছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট।

গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা মার্কার প্রার্থী এবং একটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন। রাতে এই ফলাফল জানান রিটার্নিং কর্মকর্তার ফারিজা নূর ও মোহাম্মদ ওমর ফারুক।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন— তুমলিয়া ইউনিয়নে মো. আবুবকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউনিয়নে মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালীয়া ইউনিয়নে গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন, বাহাদুরসাদী ইউনিয়নে মো. শাহাবুদ্দিন আহমেদ। জামালপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মোটরসাইকেলের প্রতীকে মো. খাইরুল আলম বিজয়ী হয়েছেন।

তুমলিয়া ও মোক্তারপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের মো. আবুবকর মিয়া বাক্কু ও মো. আলমগীর হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলায় অনুষ্ঠিত দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে নৌকার প্রার্থী সাবের উল হাই ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাবের উল হাই নৌকা প্রতীকে ১৭ হাজার ২০৬টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী কাউছার মাহমুদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট।

অন্যদিকে গজারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী জাকির হোসেন চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বদরুজ্জামান ভূঁইয়া নৌকা প্রতীকে পেয়েছে ৫ হাজার ৫৫৯ ভোট।

ঝালকাঠি:

ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শুধু একটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ঝালকাঠি সদরের বিনয়কাঠিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ জে এম মঈন উদ্দিন, শেখেরহাটে আওয়ামী লীগ মনোনীত মো. নূরুল আমিন খান সুরুজ, গাবখান ধানসিঁড়িতে আওয়ামী লীগ মনোনীত মো. আবুল কালাম মাসুম, গাভারামচন্দ্রপুরে আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, নবগ্রামে আওয়ামী লীগ মনোনীত মো. মুজিবুরল হক আকন্দ, নথুল্লাবাদে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাসন্ডায় আওয়ামী লীগ মনোনীত মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় বিনাপ্রতিদ্বন্ধীতায় আওয়ামী লীগ মনোনীত মো. আবু সাইদ খান ও কীর্ত্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম মিয়া।

নলছিটি উপজেলার রানাপাশায় আওয়ামী লীগ মনোনীত মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় আওয়ামী লীগ মনোনীত এ কে এম আবদুল হক, দপদপিয়ায় আওয়ামী লীগ মনোনীত সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে আওয়ামী লীগ মনোনীত মো. আ. গফফার খান, কুশঙ্গলে আওয়ামী লীগ মনোনীত মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে আওয়ামী লীগ মনোনীত জেসমিন আক্তার, মগরে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক শাহীন, মোল্লারহাটে আওয়ামী লীগ মনোনীত এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে আওয়ামী লীগ মনোনীত এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে আওয়ামী লীগ মনোনীত বিনাপ্রতিদ্বন্ধীতায় সিরাজুল ইসলাম সেলিম।

রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় আওয়ামী লীগ মনোনীত সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে আওয়ামী লীগ মনোনীত মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে আওয়ামী লীগ মনোনীত বিউটি সিকদার ও গালুয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গোলাম কিবরিয়া পারভেজ।

কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মাহামুদুল হক নাহিদ, পাটিখালঘাটায় আওয়ামী লীগ মনোনীত শিশির দাস, চেঁচরীরামপুরে আওয়ামী লীগ মনোনীত মো. হারুন অর রশিদ, আমুয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত মাহমুদ হোসেন রিপন ও আওড়াবুনিয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. মিঠু সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।