প্রথম সেঞ্চুরি মুশফিক-সাব্বির জুটির

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: স্টিভ ও’কিফের বল এক্সট্রা কভারে পাঠিয়ে দুই রান মুশফিকুর রহিমের। ৪৮ রানে থাকা মুশফিকুর রহিম পৌঁছে গেলেন ৫০ রানে। একই সঙ্গে সাব্বির রহমানের সঙ্গে প্রথমবারের মতো শতরানের জুটি হল মুশফিকের।

চাপে থাকা বাংলাদেশ ষষ্ঠ উইকেটে প্রতিরোধ পায় সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের ব্যাটে। সাকিবের বিদায়ের পর সাব্বির আগ্রাসী ব্যাটিং করলেও মুশফিকুর রহিম ছিলেন রক্ষণাত্মক। ২২ গজের ক্রিজে পুরোটা সময় কাটিয়েছেন ধৈর্য্যর পরীক্ষা দিয়ে। ১২৪ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি। অন্যদিকে সাব্বির রহমান চতুর্থ ফিফটি তুলেছেন ৬২ বলে।

এর আগেও এ দুই ব্যাটসম্যান পাঁচবার সাদা পোশাকে জুটি বেঁধেছিলেন। সর্বোচ্চ রান ছিল ৮৭। চট্টগ্রামেই গত অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে এ রান করেছিলেন মুশফিক-সাব্বির।

সাব্বির রহমান (৬৬) স্ট্যাম্পড হওয়ার আগে মুশফিক-সাব্বিরের ব্যাট থেকে১০৫ রান পায় বাংলাদেশ।