প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে কার্ড পাঠিয়েছেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ কার্ড পৌঁছে দেন।

আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকান্দার আলী মোল্ল্যা ঈদ কার্ড গ্রহণ করেন বলে জানিয়েছেন তাইফুল ইসলাম টিপু।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদ।

এর একদিন আগে বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে কার্ড পাঠান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এ কার্ড পৌঁছে দেন আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। লন্ডনে দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা আছে।