প্রধানমন্ত্রীর নির্দেশে খোলা থাকছে চা বাগানগুলো

জেলা প্রতিবেদকঃ  সিলেটের চা বাগানগুলো চালু রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাসের আপডেট খবরাখবর জানতে গণভবন থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সে সিলেটের জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি এ নিদের্শনা দেন।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম  বলেন, সিলেটের কিছু কিছু চা বাগানের শ্রমিক ইতোমধ্যে কর্মবিরতি পালন শুরু করেছেন। করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবগত করতে গিয়ে সিলেটের চা বাগানগুলোর ব্যাপারে ওনার সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম।
‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, চা বাগানগুলো খোলা রাখলে সমস্যা হবে না। চা শ্রমিকরা প্রাকৃতিক পরিবেশে কাজ করেন। তারা বিক্ষিপ্ত অবস্থায় চা পাতা সংগ্রহ করেন। তাদের মাস্কের ব্যবস্থা করে কাজে লাগানো যেতে পারে। তারা চা পাতা জমা দেওয়ার সময় যেন তিন ফুট দূরত্ব মেনে চলে।’
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশের চায়ের ইতিহাস ১৬৬ বছরের। এখানে মোট চা বাগানের সংখ্যা ১৬৭টি এবং এ চা শিল্পে প্রায় দেড় লক্ষাধিক শ্রমিক সরাসরি জড়িত। দেশের অধিকাংশ চা বাগান সিলেট বিভাগ অবস্থিত।