প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবে খালেদা

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ৮টায় একই স্থানে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়েও বৈঠক করবেন খালেদা জিয়া।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া রাইজিংবিডিকে জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নেন খালেদা। বৈঠকে নেতারা ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া প্রতিরক্ষা চুক্তিসহ অন্যান্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে দলীয় সূত্রের দাবি। এসব চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী অভিহিত করে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে দলটির নেতারা মনে করছেন। একই সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।