নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ হেফাজত করেছেন। হাঙ্গেরি সফরে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আল্লাহর অশেষ রহমত থাকায় নেত্রীকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরে বিমানে যে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা নাকি অবহেলা নাকি ইচ্ছাকৃত তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। এ জন্য বিমানের পাঁচ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষেয়ে তদন্ত চলছে। এখন এ ব্যাপারে মন্তব্য করলে তদন্তে প্রভাব পড়তে পারে। রিপোর্ট প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।