প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও চুক্তি নিয়ে বিএনপি বক্তব্য বিভ্রান্তিমূলক

সচিবালয় প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য বিভ্রান্তিমূলক। কোন চুক্তি দেশের স্বার্থ বিরোধী? কোনটিতে দেশ বিক্রি হয়েছে- জানতে চাই।

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। কোন চুক্তি দেশের স্বার্থ বিরোধী? কোনটিতে দেশ বিক্রি হয়েছে- সেটা জানতে চাই। আমি তাকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি। না হলে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।