প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত

সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সফর সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে অবস্থান করার সুযোগ পৃথিবীর স্বল্পসংখ্যক বিদেশি প্রধান পেয়ে থাকেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩৫টি দলিল, ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তিনি আরো বলেন, ভারত সরকার সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণের ঘোষণা দিয়েছে যার মাধ্যমে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সামরিক খাতে ভারতীয় সরকার ৫০০ মিলিয়ন ডলার নমনীয় ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫ মার্চ কালরাতের গণহত্যার বিষয়টি উল্লেখ করে গণহত্যা দিবস বাংলাদেশে পালনের যে প্রস্তাব জাতীয় সংসদ গ্রহণ করেছে সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করেন।