নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোকবার্তায় মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শাহ হাদীউজ্জামান রোববার রাত ১টা ৩০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর শাহ হাদীউজ্জামানের জানাজা যশোরের নোয়াপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।