প্রধানমন্ত্রী স্বাক্ষর জাল মামলায় রিমান্ড শেষে সেই নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা মামলায় মোছা. হাছিনা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুদিনের রিমান্ড মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আব্দুল মালেক আসামি হাছিনা বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা তদন্তে সহায়ক হবে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ ফেব্রুয়ারি হাছিনা বেগমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাছিনা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের দাবি, হাছিনা বেগম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল।