
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে হত্যাচেষ্টা মামলার প্রধান অসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওই আসামির নাম মো. মনির হোসেন। তিনি পশ্চিম ঝালকাঠির মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহে আলম।
এর আগে আজ সকালে শহরের যুবউন্নয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে ওই কলেজের অতিথি শিক্ষক আল রিয়াদ হোসেনকে (২৭) শহর থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সদর উপজেলার বাসন্ডা গ্রামের বকশি খালের ব্রিজের ওপরে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মো. মনির হোসেনসহ তার দলবল।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত কলেজ শিক্ষকের মা মোছা. বুলু বেগম বাদী হয়ে মনির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় গতকাল হত্যাচেষ্টার একটি মামলা করেন।