প্রধান শিক্ষকের কাছে ইভজিটিং’র বিচার না পেয়ে ছাত্রীর বিষপান

আল-আমীন,মেহেরপুর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার আ¤্রকানন মাধ্যমিক  বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী হাসিবা খাতুন (১৩) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ইভজিটিংএর বিচার না পেয়ে বিষপান করেছে। বর্তমানে সে মুজিবনগর বল্লভপুর মিশন হাসপাতালে চিকিৎসাধিন আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান র্বতমানে তার অবস্থা উন্নতির পথে ।
হাসিবা খাতুন জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র বায়জিদ আমাকে বিরক্ত করে আসছিল।গতকাল বায়জিদ ও তার বন্ধু সাকলাইন বিদ্যালয়ের বারান্দায় থামিয়ে  বায়জিদকে বিয়ে করার জন্য চাপদেয়। বিয়েতে  আমি রাজি না হলে বিদ্যালয় থেকে সে আমাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। আমি বিষয়টি প্রধান শিক্ষকে জানালে স্যার আমাকে বলেন আমার বাবাকে ডেকে বিষয়টি মিমাংসা করে দেবেন। এতে আমি লজ্জায় টিফিনে বাড়ি ফিরে বিষপান করি।
হাসিবা খাতুনের মা  মোছাঃ শাপলা বেগম  বলেন, বেশ কিছুদিন থেকে ছেলেটি আমার মেয়েকে বিরক্ত করে আসছে। গতকাল বিদ্যালয়ে ছেলেটি আমার মেয়েকে  জোর পূর্বক বিয়ের জন্য চাপ দেয়। এ চাপ সহ্য করতে না পেরে  দুপুর  সোয়া ১ টার দিকে বাড়ি ফিরে এসে ঘরে রাখা ধানে দেওয়া বিষ পান করে আসুস্থ হয়ে পরে। আমরা তার মুখে বিষের গন্ধ পেয়ে   দ্রুত হাসপাতালে নিয়ে আসি।তিনি আরো বলেন, গত রাতেই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আমার মেয়েকে দেখে গিয়েছে। শিক্ষকগণ বায়জিদের দোষের কথাও শ্বিকার করেছেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককও বিদ্যালয়ের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তাই আমরা  এ পর্যন্ত  থানায় কোন  অভিযোগ দায়ের করেনি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিহিত নাকরে তাহলে পরিবারের পক্ষ থেকে আইনি  ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন বলেন, পারিবারিক কোন্দলের কারনে মেয়েটি বিষ খেয়েছে । বিদ্যালয়ে কোন অবাি ত ঘটনা ঘটেনি। তবে তিনি এও বলেন বিদ্যালয়ের ৯ ম শ্রেনীর বায়জিদ  হাসিবা খাতুনকে বিরক্ত করত।  মুজিবনগরের ভার প্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন  বলেন, বিষয়টি সম্পর্কে পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন অভিযোগ দায়ের না করায় তিনি বিষয়টি সম্পকে জানেননা । তবে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।