প্রবীণদের টিকিটের মূল্যে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা : ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক : ষাটোর্ধ্ব নাগরিক বা সিনিয়র সিটিজেনদের অভ্যন্তরীণ রুটের যেকোনো গন্তব্যে ভ্রমণের জন্য টিকিটের মূল্যে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ১ মার্চ থেকে এটি কার্যকর করা হবে। বৃহস্পতিবার এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে সিনিয়র সিটিজেন পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৬২ বছর।

এ ছাড়া সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে আসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সেনাসদস্য ও গলফারদের জন্য ১০ শতাংশ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সিনিয়র সিটিজেনদের টিকিটের মেয়াদ থাকবে পরবর্তী এক বছর। সাধারণত অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে।

টিকিট সংগ্রহের জন্য পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। তবে ওই টিকিট হস্তান্তরযোগ্য নয়।

এদিকে হ্যান্ড ব্যাগেজ ছাড়াও অতিরিক্ত পাঁচ কেজিসহ মোট ২৫ কেজি লাগেজ বহনের সুবিধা থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য ঘোষিত এই প্যাকেজে।