সচিবালয় প্রতিবেদক : প্রশাসনের চার সচিব পদে রদবদল এনেছে সরকার।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ রদবদল করে দুটি পৃথক আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি ভারপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। ওএসডি সচিব এম আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ পেয়েছেন।