‘প্রস্তাব পেলে লুফে নেব’

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানেন বলিউডের আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। বিচ্ছেদ হলেও এখনো তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। বিচ্ছেদের পর প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়।

আরবাজ খানের বিভিন্ন সিনেমায় কাজ করেছেন মালাইকা। এর মধ্যে সালমান খান অভিনীত দাবাং সিনেমার আইটেম গানে নেচেছিলেন তিনি। ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মালাইকা। এ সময় দাবাং সিনেমার পরবর্তী কিস্তিতে তাকে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সিনেমায় আমাকে রাখতে চান কিনা তা আরবাজকে প্রশ্ন করতে হবে। কিন্তু আমি এর সঙ্গে যুক্ত হতে চাই। আমি ভবিষ্যৎ পরিকল্পনা জানতে অধির আগ্রহে অপেক্ষা করছি। আমরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেছি কিন্তু সে কোনো কিছু জানায়নি। আমার ধারণা, সে দাবাং-থ্রি নিয়ে কাজ করছে।’

দাবাং-থ্রি সিনেমায় আইটেম গান করবেন কিনা প্রশ্ন করা হলে মালাইকা বলেন, ‘প্রস্তাব পেলে লুফে নেব।দাবাং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারাটা খুবই আনন্দের ব্যাপার। তাই এ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রস্তাব আসলেই কোনো চিন্তা ছাড়াই তা করতে রাজি হবো।’

আরবাজের সঙ্গে তার বিচ্ছেদের বিষয়টি ছেলে আরহান কতটুকু মানিয়ে নিতে পেরেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আরবাজ এবং আমি মনে করি, আরহান অসাধারণ একটি ছেলে। তার নিজস্ব মতাদর্শ রয়েছে এবং সে সবকিছু সেইভাবে চিন্তা করে। যা তাকে এবং আমাদের অনেক সাহায্য করেছে। স্কুল কিংবা অন্য কোথাও সবখানেই সে লক্ষ্য স্থির রেখেছে এবং শান্ত থেকেছে। কোনো কিছুই তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারেনি।’