
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পিস্তলসহ রেজাউল করিম রবিন (৩৭) নামে প্রাক্তন এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার গভীর রাতে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিন উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ও বেলতৈল ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান।
সোমবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন এ তথ্য জানান।
তিনি জানান, রেজাউল করিম রবিন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের জেলায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।