নিজস্ব প্রতিবেদক : মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে উদ্ধার করা প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেলের লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দুপুরে ওয়াজি আহমেদ চৌধুরী (৭৭) নামের প্রাক্তন ওই ব্রিগেডিয়ারের লাশ তার বাসার দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়।
ঢামেক সূত্র জানায়, ডিওএইচএসের ১৪৮ নম্বর বাসা থেকে ওয়াজি আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। বাসার ভেতর থেকে দরজা লাগানো ছিল। পরে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।