প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক সম্মাননা অর্জন করলেন বরগুনার আবুল হাসান বেল্লাল

ডেক্স রির্পোট : তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ করে জনসচেতনতা তৈরি,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে গুরুত্বপূর্ন ভ‚মিকা পালনের জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গতকাল ০১ জানুয়ারি ২০১৮ খ্রি: তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা কর্তৃক সিপি ইনভেষ্টিগেশন লিমিটেড এর প্রতিষ্ঠান ক্রাইম পেট্রল বিডি ডটকম এবং ডেইলি ডিটেকটিভ নিউজ ডটকম এর প্রধান অনুসন্ধান প্রতিবেদক আবুল হাসান বেল্লালকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। গত ২৬/০৭/২০১৬ খ্রি: তারিখ বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি,¯øীপ বরাদ্ধ ও বই বিতরন সংক্রান্ত অনিয়মের উপর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর জন্য বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান এর কাছে তথ্য চেয়ে আবেদন করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে আপীল আবেন করা হয়। এ প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে যে তথ্য পাওয়া যায় তা বিশ্লেষন করে কিছু অনিয়মের তথ্য প্রমান পাওয়া যায়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান, বরগুনা সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য কর্মকর্তা (আরটিআই) সুব্রত কুমার দাস এর নিকট পৃথক পৃথক উপবৃত্তি, ¯øীপ বরাদ্ধ ও বই বিতরন সংক্রান্ত বিষয়ের তথ্য চেয়ে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাওয়া না গেলে ক্ষেত্রমত উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপীল এবং পরবর্তীকালীন সময়ে তথ্য কমিশনে ৯৭/১৭, ৯৮/১৭, ৯৯/১৭, ১০০/২০১৭ অভিযোগ দায়ের করা হয়। এ প্রেক্ষিতে গত ০৬/০৭/২০১৭ খ্রি: তারিখ তথ্য কমিশনের আগাঁরগাও কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী অনুষ্ঠিত হয় এবং চাহিত তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়। এ নির্দেশনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ চাহিত তথ্য সরবরাহ করতে শুরু করেন। এ সংক্রান্ত বিষয়ে তথ্য প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব জনাব মো: আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক জনাব মো: ড. আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি), বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এস এম ফারুক এবং বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মজিদ সাহেব কর্তৃক বিভিন্ন সময় ও তারিখে প্রাপ্ত তথ্যের বিষয়ের উপর নির্দেশনার আলোকে তদন্ত কমিটি গঠন করা হয় এবং পর্যায়ক্রমে একাধিক তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত শুরু হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়ন্ত্রনাধীন অফিস ও বিদ্যালয় সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তথ্য অধিকার আইন প্রয়োগ করে জনসচেতনতা তৈরি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে গুরুত্বর্পূন ভ‚মিকা পালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আবুল হাসান বেল্লালকে বিশেষ সম্মাননা স্বারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ বলেন, আবুল হাসান বেল্লাল আমাদের কাছে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন করলে এ আইনের বিষয়ে আমাদের তেমন কোন ধারনা না থাকায় তথ্য প্রদানে জটিলতার সৃষ্ঠি হয়। পরবর্তীকালীন সময়ে তথ্য কমিশনে অভিযোগের শুনানীকালীন আমাদের এ বিষয়ে স্পষ্ট ধারনা হয় এবং আমরা বিধি মোতাবেক তথ্য সরবরাহ করি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য কর্মকর্তা (আরটিআই) বরগুনা সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার বলেন, তথ্য অধিকার আইনের বিষয়ে সচেতন নাগরিক কমিটি সনাকের এক কর্মশালায় এ বিষয়ে ধারনা পাওয়ার পর আমি এ আইনের বিষয়ে জানতে পারি এবং বিধি মোতাবেক তথ্য সরবরাহ করি। আবুল হাসান বেল্লা বলেন, জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি দুর্নীতি হ্রাস এবং সু-শাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন ২০০৯ পাশ হয়। শুধুমাত্র সংশ্লিষ্ট কিছু তথ্য ব্যতিত সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮(১) ধারায় তথ্য চাওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন দ্বারা তথ্য প্রদানে বাধ্য করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: আব্দুল মজিদ, বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব সুমন্ত কুমার পোদ্দার, বরগুনা সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য প্রদানকারী (আরটিআই) কর্মকর্তা জনাব সুব্রত কুমার দাস, এটুআই প্রকল্পের বরগুনা জেলা উদ্যেক্তা ফোরামের সহ-সভাপতি মো: ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো: ইসাহাক জুয়েল, জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তজার্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অঙ্গ সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার ইয়েস গ্রæপের সদস্য মো: নিয়ামুল হাসান নিয়াজ, দুর্নীতি দমন কমিশনের জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য ও বরগুনা অর্গানাইজেশন অব ইয়ুথ সোসাইটির মূখপাত্র মো: জুবায়ের আলম, খেপুপারা মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্্রী কলেজ এর ২য় বর্ষের ছাত্র বদিদুজ্জামান প্রমুখ।