নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে মুফতি হান্নানসহ অন্য আসামিদের বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামালের এক সহযোগীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে নরসিংদী থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. সবুজ (২২)। তার বাড়ি নরসিংদী সদরে।
টঙ্গী থানার এসআই অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে মোস্তফা কামালের সহযোগী সবুজকে (২৩) একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ তার বাড়ি থেকে আটক করা হয়।