প্রিয়াঙ্কা-দীপিকার দ্যুতি ছড়াতে চলেছেন অ্যামি

বিনোদন ডেস্ক : বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও অভিনয় ও রূপের জাদু দেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে তাদের দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া হলিউডের উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নিয়মিত আমন্ত্রণ পাচ্ছেন তারা। প্রিয়াঙ্কা-দীপিকার পর এবার হলিউডে দ্যুতি ছড়াতে চলেছেন অ্যামি জ্যাকসন।

ইন্দো-ইংরেজি সিনেমা বুগি ম্যান। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু মোরাহান। সম্প্রতি এ সিনেমার কাজ শেষ করেছেন অ্যামি জ্যাকসন। কাজের অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অ্যামি বলেন, ‘সিনেমার শুটিং করে খুব মজা পেয়েছি। আমার চরিত্রটির সঙ্গে ভারতের একটি সংযোগ রয়েছে।’

এছাড়া নতুন কিছু হলিউড সিনেমাতে কাজের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে এ অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন লস অ্যাঞ্জেলেসে ছিলাম তখন কয়েকটি চিত্রনাট্য পছন্দ করেছি। সেখানে আমি একটি এজেন্সি পেয়েছি, কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে আমার কথাও হয়েছে। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের অনুভূতি।’

প্রিয়াঙ্কা-দীপিকার সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে অ্যামি জ্যাকসন বলেন, ‘অভিনয়ের ব্যাপারে আমি খুবই উৎসাহী। এটি আমার কাছে কোনো প্রতিযোগিতার বিষয় নয়। আমি দীপিকা অথবা প্রিয়াঙ্কার সঙ্গে প্রতিযোগিতা করছি না। আমি তাদের অনুপ্রেরণা মনে করি। আমার এবং দীপিকার চেয়ে প্রিয়াঙ্কা অনেক বেশি দিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এমনকি ঐশ্বরিয়া রাই বচ্চন রয়েছেন যাকে আমি খুব পছন্দ ও শ্রদ্ধা করি। এটি চাপের চেয়ে বেশি আমাকে অনুপ্রেরণা যোগায়।’