প্রিয়াঙ্কা-দীপিকা পারলেন না

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার রাতে বসেছিল টিন চয়েস অ্যাওয়ার্ডের ১৯তম আসর। চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের অনেক নামি তারকা এবারের আসরে পুরস্কার জিতেছেন। তবে সেরার মুকুট মাথায় পরতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।

বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা ও দীপিকা। চলতি বছর হলিউড সিনেমায় অভিষেক হয়েছে তাদের। মুক্তি পেয়েছে দীপিকার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ ও প্রিয়াঙ্কার বেওয়াচ সিনেমা। নিজ নিজ সিনেমার জন্য প্রশংসাও পেয়েছেন এ দুই অভিনেত্রী। এমনকি এবারের টিন চয়েস অ্যাওয়ার্ডে মনোনয়নও জিতেছিলেন তারা।

এ অ্যাওয়ার্ডের সেরা অ্যাকশন সিনেমার অভিনেত্রী শাখায় মনোনয়ন জিতেছিলেন দীপিকা। এ শাখায় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আরো ছিলেন- ওয়ান্ডার ওম্যান সিনেমা খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট, এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় দীপিকার সহ-অভিনেত্রী রুবি রোজ ও নিনা দোব্রেভ। অভিনেত্রী কায়া স্কোডেলারিও মনোনয়ন পেয়েছিলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস সিনেমার জন্য। ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন মিশেল রদ্রিগেজ। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছেন গ্যাল গ্যাডট।

অন্যদিকে সেরা খলচরিত্রের মনোনয়ন জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সেরার মুকুট ছিনিয়ে নিতে পারেননি বলিউডের ‘দেশি গার্ল’। সেরার পুরস্কার জিতেছেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার লুক ইভান্স। এ শাখায় আরো মনোনয়ন পেয়েছিলেন-চার্লিজ থেরন, এলিজাভেদ ব্যাঙ্কস, জেমস ম্যাকঅ্যাভয় এবং জাভিয়ার বারডেম।

টিন চয়েস অ্যাওয়ার্ডের বিশেষ কয়েকটি বিভাগের বিজয়ীদের তালিকা দেওয়া হলো :

চলচ্চিত্র :

অ্যাকশন সিনেমা : ওয়ান্ডার ওম্যান

অ্যাকশন সিনেমার অভিনেতা : ক্রিস পাইন (ওয়ান্ডার ওম্যান)

অ্যাকশন সিনেমার অভিনেত্রী : গ্যাল গ্যাডট (ওয়ান্ডার ওম্যান)

সায়েন্স ফিকশন সিনেমা : গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিয়ম-টু

সায়েন্স ফিকশন সিনেমার অভিনেতা : ক্রিস প্র্যাট (গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিয়ম-টু)

সায়েন্স ফিকশন সিনেমার অভিনেত্রী : জো সালদানা (গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিয়ম-টু)

ফ্যান্টাসি সিনেমা : বিউটি অ্যান্ড দ্য বিস্ট

ফ্যান্টাসি সিনেমার অভিনেতা : ডোয়াইন জনসন (মোয়ানা)

ফ্যান্টাসি সিনেমার অভিনেত্রী : এমা ওয়াটসন (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)

ড্রামা সিনেমা : এভরিথিং, এভরিথিং

কমেডি সিনেমা : ফাইন্ডিং ডোরি

গ্রীষ্মকালীন সিনেমা : স্পাইডার-ম্যান : হোমকামিং

খলচরিত্র : লুক ইভান্স (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)

টেলিভিশন :

সেরা টিভি ড্রামা : রিভারডেল

সেরা ড্রামা টিভি অভিনেতা : কোল স্প্রাউস (রিভারডেল)

সেরা ড্রামা টিভি অভিনেতা : লুসি হেল (প্রিটি লিটল লায়ার্স)

সায়েন্স ফিকশন/ফ্যান্টাসি টিভি শো : দ্য ভ্যাম্পায়ার ডায়েরি

সায়েন্স ফিকশন/ফ্যান্টাসি টিভি অভিনেতা : ডিলন ও’ব্রাইয়েন

সায়েন্স ফিকশন/ফ্যান্টাসি টিভি অভিনেত্রী : ক্যাট গ্রাহাম (দ্য ভ্যাম্পায়ার ডায়েরি)

অ্যাকশন টিভি শো : দ্য ফ্ল্যাশ

রিয়েলিটি শো : দ্য ভয়েস

টিভি ব্যক্তিত্ব : এলেন ডেজেনেরেস

সংগীত :

গায়ক : হ্যারি স্টাইলেস

গায়িকা : অ্যারিয়ানা গ্র্যান্ডে

মিউজিক গ্রুপ : ফিফথ হারমোনি

ইলেকট্রিক/ড্যান্স শিল্পী : ক্যালভিন হ্যারিস

আর অ্যান্ড বি/হিপ-হপ শিল্পী : বিয়ন্সে

গ্রীষ্মকালীন গান: ডেসপাসিটো

অন্যান্য :

কমেডিয়ান : দ্য ডোলান টুইন্স

ড্যান্সার : ম্যাডি জিয়েগলার

মডেল : কেনদাল জেনার