প্রেমিককে পাওয়া হল না ভারত থেকে আসা কিশোরীর

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের যুবক রাকিবের প্রেমের টানে ভারত থেকে তেঁতুলিয়ায় আসা সেই তরুণীর ঘর বাধা হলো না রাকিবের সাথে অশ্রুভরা নয়নে ফিরে গেলেন ভারতে।
ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা পেরিয়ে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রবেশের দায়ে খুসনুমা(১৭)  নামে এক ভারতীয় তরুণীকে আটক করে তেঁতুলিয়া থানা পুলিশ।
এ ঘটনায় সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষ বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ বিজিবি) এর সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীর বাবা মায়ের উপস্থিতিতেই তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠিয়েছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলিপাড়া নামক স্থানে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের ৪৪২নং পিলারের ৭এস ও  ৪৪৩ মেইন পিলার বরাবরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে।
এ সময় ভারতীয় বিএসএফের হাতিয়া ক্যাম্পের ২৭৬ ব্যাটালিয়ানের এসিস্ট্যান্ট কমান্ডার কামাল সিংহ, ইন্সপেক্টর উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ ভারতের গোয়ালপুকুর থানার কনস্টেবল দিলীপ কুমার সরকার, বাংলাদেশ বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মোতালেব, তেতুলিয়া মডেল থানার এসআই তপন কুমারসহ বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেমের টানে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের পঞ্চগড়ে ছুটে আসা খুসনুমা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার হরিয়ানা গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।
এ বিষয়ে পুলিশ জানান, গত বুধবার ১৬ ফেব্রুয়ারি রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুড়িমাখা সীমান্ত দিয়ে মহানন্দা নদী অতিক্রম করে তেঁতুলিয়া উপজেলার সরদার পাড়া গ্রামের হাসিনুর রহমান এর বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার ১৭ফেব্রুয়ারি দুপুরে হাসিনুরের বাড়ি থেকে তরুণীকে আটক করে বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে বিজিবি বিকেলে ভারত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে যোগাযোগ করে। তরুণী তার নিজ পরিচয় জানালে, আজ শুক্রবার তাকে তার বাবা-মায়ের উপস্থিতিতে তার দেশে (ভারতে) ফেরত পাঠানো হয়।
সরেজমিনে পতাকা বৈঠক শেষে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২৭৬ ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট কমান্ডার কামাল সিংহ, সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে স্হানীয় থানা পুলিশের মাধ্যমে তদন্ত করে ওই তরুণীর পরিচয় নিশ্চিত করি।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিজিবি একত্রিত হয়ে সকল নিয়ম অনুযায়ী, ওই তরুণীকে দেশে ফেরত নেওয়া হয়েছে।
 তেতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বলেন, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অফিসারের নির্দেশে হাসিনুরের বাড়ি থেকে ওই তরুণীকে আটক করা হয়। আটকের পর বিজিবি মাধ্যমে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে  তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
আজ শুক্রবার ওই তরুণীকে তার বাবা-মার উপস্থিতিতে এবং সকল প্রকার আইন শৃংখলার মধ্যে দিয়ে ওই খুসনুমাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।