বিনোদন ডেস্ক : অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া স্বীকার করেছেন যে, প্রেম করছেন তিনি। এবার তার কথিত প্রেমিক সিদ্ধার্থও প্রেমের কথা স্বীকার করলেন।
প্রেম করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিদ্ধার্থ বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি।’ শুধু প্রেমের বিষয়ে নয়, বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেছেন সিদ্ধার্থ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি, ৩০ বছর পার হওয়ার আগেই বিয়ে করব। আগামী সাত বছরের মধ্যে যে কোনো সময়ই হতে পারে।’
এর আগে একই প্রশ্নের উত্তরে আলিয়াও জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তবে দুজনের কেউ জানাননি, কার সঙ্গে প্রেম করছেন তারা।
স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সময় থেকেই আলিয়া-সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যায়। এছাড়া প্রায়ই দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। যদিও তাদের প্রেমের গুঞ্জন সবসময়ই অস্বীকার করে এসেছেন তারা। তবে এখন হয়তো নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি করতে চাইছেন এ জুটি।