প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্লাসে ঢুকে ছাত্রীকে প্রকাশ্যে মারপিট!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলের ক্লাস রুমে ঢুকে দশম শ্রেনীর এক ছাত্রীকে প্রকাশ্যে মারপিট করেছে এক ছাত্র। এনিয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলার পারুলিয়া দ্বি-মুখী তফসীলি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।জানা গেছে, ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী আব্দুস সাত্তার নামের এক ছাত্র সদ্য দশম শ্রেণীতে উঠা অপর এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় সময় রাস্তাঘাটে পথ আটকিয়ে গালিগালাজ কওে আসছিল সাত্তার নামের ওই ছাত্র। এই অবস্থায় বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে মাঠের মধ্যে সাত্তার ওই মেয়েটি ডাক দিলে, সে তা উপেক্ষা করে নিজ ক্লাসে গিয়ে ঢুকে পড়ে। পরে সাত্তার নিজেই মেয়েটির ক্লাসে ঢুকে পড়ে অনেকের সামনে বেশ কয়েকটি চর-থাপ্পার দেয়। শুধু তাই নয়, প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে দ্রæত শ্রেণী কক্ষ ত্যাগ করে সাত্তার।
মারধরের শিকার মেয়েটি অভিযোগ করে বলেন, সাত্তার আমাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছে। আজ সে আমাকে ক্লাসের মধ্যে সবার সামনে পেটানোর পর মেরে ফেলার হুমকি দিয়ে চলে গেল। তাই বিষয়টি আমি তাৎক্ষনিকভাবে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানিয়েছি। স্যাররা তাকে নোটিশ দিয়ে ডেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আমাকে কথা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এই প্রতিবেদককে বলেন, স্কুলের ক্লাসের মধ্যে ঢুকে আমার মেয়েকে একটি ছেলে পিটিয়ে পালিয়ে গেল। অথচ বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটকাতে পারলো না।’ তাই অসুস্থ মেয়েকে চিকিৎসা সেবা দেয়ার পর এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান তিনি।
পারুলিয়া দ্বিমূখী তফসীলি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অনিল চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়ার পর আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সভা আহবান করেছি আগামী শনিবার । সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবে।