প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে নূরবাগে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিদর্শক আতিকুল আলম চৌধুরী বলেন, কামরাঙ্গীরচরে নূরবাগের ঈদগাহ ময়দানের সামনে একটি তিনতলা ভবনের নিচতলায় প্লাস্টিক কারখানা। সকালে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।