পয়লা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এখন সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পয়লা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এখন সময়ের দাবি। আর এ দাবি আদায়ে আমরা সফল হব।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয় মুক্তিযোদ্ধা দিবসের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

মন্ত্রী বলেন, ‘পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার যথার্থ দাবি রাখে। এ দাবি আমরা সরকারের কাছে সঠিকভাবে উপস্থাপন করেছি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তি অনেক দিন ক্ষমতায় ছিল না। এজন্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসীদের উত্থান ঘটেছে। এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনা করছে। কিন্তু স্বাধীনতাবিরোধীরা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

আলোচনা সভার সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগণের অতন্দ্র প্রহরীর কাজ অব্যাহত রাখতে হবে। আর এ দায়িত্ব শুধু মুক্তিযোদ্ধাদের নয়, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মো আব্দুল মালেক মিয়া, মেজর (অব.) ওয়াকার হাসান, মো. কবির আহমদ খান, প্রজন্ম মঞ্চের মো. নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।