ফকিরহাটে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, ডাঃ এহসানুল আলম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, প্রভাষক শ্যামল কুমার সাহা, প্রভাষক সজল আহম্মেদ, শিক্ষার্থী আলিফ শিতিল, বিথি ঢালী, নাফিজ ফকির প্রমূখ। অনুষ্ঠান স লনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, সহকারি প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, প্রদূৎ কুমার দাশ, মল্লিক আঃ সাত্তার, প্রজিৎ কুমার মজুমদার, বিমল কুমার ঘোষ, ফকির মনিরুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন।