ফকিরহাটে তথ্য আইন বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

সংবাদদাতা এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাটে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে তথ্য আইন-২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ প্রমূখ। এসময় সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, তথ্য কমিশনারের পিএস (২) মোঃ সালাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ইফতেকারুল আলম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সুমিতাই ইয়াসমিন, সহকারি প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহীদুল ইসলাম, অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, মোঃ আবু হানিফ শেখ সহ বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন।