ফকিরহাটে বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ এর অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করার ধারাবাহিকতায় বাহিরদিয়া মানসা ইউনিয়নেও দুপুর ১ টার সময় ইউনিয়ন পরিষদে এ খাদ্রসামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার,বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ফকির, কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ অরিজুল ইসলাম,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও দেবরাজ মিত্র,ইউ পি সদস্য হাফিজুর রহমান সহ আরও অনেকে। উল্লেখ্য উপজেলাতে প্রতি ইউনিয়নে ১৭ জন করে, হাসপাতালের ৪র্থ শ্রেনী, আউটসোর্সিং এর সদস্য মিলিয়ে ৪০ জন। সর্বমোট ১৮০ জন কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।