
ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের অন্যতম কারিগর তিনি। গত জুনে ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী সেঞ্চুরির ইনিংস। সেই ফখর জামান আবার ইংল্যান্ডে ফিরছেন। কোরি অ্যান্ডারসনের চোট তাকে ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে।
পিঠের চোটে দেশে ফিরে যাচ্ছেন কিউই অলরাউন্ডার অ্যান্ডারসন। তার বদলি হিসেবেই ফখরকে মৌসুম শেষ হওয়া পর্যন্ত দলে নিয়েছে সমারসেট। পাকিস্তানের ২৭ বছর বয়সি ব্যাটসম্যান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও কাউন্টি চ্যাম্পিয়নশিপ- দুটিতেই খেলবেন।
ফখর পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেন ১০৬ বলে ১১৪ রানের দারুণ ইনিংস।