নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে উত্তর নরসিংহপুর এলাকার এনায়েতপুর স্পিনিং মিলের ভেতরে থাকা মেশিনের বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে তুলা ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালিকপক্ষের দাবি এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলালউদ্দিন জানান, দুপুরে এনায়েতপুর স্পিনিং মিলের ভেতরে থাকা মেশিনের বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতির পরিমাণ এখনো এখনো নিরূপণ করা যায়নি।