ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

সরকার পদত্যাগের এক দফা দাবিতে ফরিদপুরের রাজপথ দখলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অসহযোগের প্রথমদিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে। ভাঙচুর করা হয়েছে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে মুজিব স্কয়ারের মুজিব ম্যুরাল ও ভাঙ্গা রাস্তার মোড়ের ট্রাফিক পুলিশ বক্স।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টায় এ নিউজ লেখা পর্যন্ত রাজপথ ছাত্রদের দখলে রয়েছে। যদিও আলীপুর বাণিজ্যিক এলাকায় দুপুর ২টার দিকে পুলিশ ছাত্রজনতাকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ার শেষ নিক্ষেপ করে। এছাড়াও বিক্ষোভকারীরা ফরিদ শাহ সড়ক ধরে কোর্ট এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনে হতাহতর খবর এখনও পাওয়া যায়নি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কে উঠলে হাজারো ছাত্রজনতা তাদের সঙ্গে যোগ দেয়। মিছিলটিতে প্রায় ১০ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগসহ নানা স্লোগানে দিতে থাকে।

বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা করে। এ সময় অফিসের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ের ঢুকে ভাঙচুর চালায়।

বেলা সাড়ে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। দুপুর পৌনে ১২টার দিকে থানা রোডে অবস্থিত শহর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালায় তারা। এ সময় থানার সামনে আন্দোলনকারীরা সমবেত হলে পুলিশ নমনীয়তা প্রদর্শন করে।

বিক্ষোভকারীদের সাথে সর্বস্তরের জনতার সাথে অনেক পুরুষ ও নারী অভিভাবকও অংশ নেয়। তারা শহরের জনতা ব্যাংকের মোড়, থানার মোড়, আলিপুর মোর, চকবাজার, নিউমার্কেটসহ বেশিরভাগ এলাকায় দেড় ঘণ্টার বেশি অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের সাথে ছাত্রদের সংঘর্ষ কালে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট সুরে পুলিশ।