পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে আব্দুল আজিজ (৩২) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আজিজের বাড়ি পুঙ্গলী ইউনিয়নের গোপালনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে কাঠুরের কাজ করেন। তিনি চুক্তিতে মানুষের বাড়ির গাছ কেটে দেন। বুধবার দুপুরে উপজেলার আগপুঙ্গলী গ্রামের সুভাষ ঘোষের বাড়িতে একটি আম গাছের ডাল কাটছিলেন। এ সময় ডালটি তার মাথার উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।