ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শিবরামপুর গ্রাম থেকে মনছের শেখ (৫২) ও তার স্ত্রী জাহানারা বেগমের (৪২) লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে মনছের শেখের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে ঘরের মধ্যে জাহানারা বেগমের লাশ পাওয়া যায়।
নিহতদের মেয়ে জেসমিন বেগম বলেন, ‘ঋণ পরিশোধ করা নিয়ে আমার মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।