
জ্যেষ্ঠ প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খোলার পর গত তিনদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফলোয়ারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
রোববার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময় এই চিত্র দেখা যায়।
গত বৃহস্পতিবার অ্যাকাউন্ট খোলার পর প্রথম টুইটটির পর আর নতুন কোনো টুইট করেননি তিনি। খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট হচ্ছে twitter.com/BegumZiaBD।
টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্ট রয়েছে।
রাজধানীতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া তার একাউন্টটি খোলেন।
তিনি তার প্রথম টুইটার বার্তায় লেখেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান-আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক সমাজ গড়ি।’
বাংলায় লেখা বার্তাটিতে লাইক পড়েছে চার হাজারের কাছাকাছি। একই বার্তার ইংরেজি অনুবাদে লাইক পড়েছে ৩ হাজারের কাছাকাছি, রিটুইট করেছেন ৪৬২জন।