ফাইনালে উঠতে ড্যারেন স্যামির দলের প্রয়োজন ১২৬ রান

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে ১২৫ রানে বেঁধে ফেলল রাজশাহী কিংস। বিপিএলের ফাইনালে উঠতে ড্যারেন স্যামির দলের প্রয়োজন ১২৬ রান।

মিরপুরে বুধবারটস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি। তৃতীয় ওভারে তিন বলে মধ্যে রানআউটে কাটা পড়েন দুই ওপেনার হাসানুজ্জামান ও আব্দুল মজিদ। দুজনই উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

কেসরিক উইলিয়ামসের দ্বিতীয় বল কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন মজিদ। অন স্ট্রাইক প্রান্তে থাকা হাসানুজ্জামানও দৌড় দেন। কিন্তু ফিরে যান মজিদ, হাসানুজ্জামান আর ফেরেননি, দুই ব্যাটসম্যানই এক প্রান্তে। ফিল্ডার থ্রোটাও করেছিলেন ওই প্রান্তেই, তবে উইকেটকিপার নুরুল হাসান দৌড়ে এসে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন, হাসানুজ্জামান রানআউট।

তৃতীয় বলটি শর্ট মিড উইকেটে ঠেলে আবার সিঙ্গেল নিতে দৌড় দিয়েছিলেন মজিদ, তাতে সাড়া দেননি নিকোলাস পুরাণ। মজিদ ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ, মজিদও রানআউট। পরের ওভারে ফরহাদ রেজার বলে বাজে শট খেলে মিড অনে নাজমুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন শুভাগত হোমও। খুলনার স্কোর তখন ৩ উইকেটে ১৭।

চতুর্থ উইকেটে দলকে ৫৪ পর্যন্ত টেনে নিয়েছিলেন পুরান ও মাহমুদউল্লাহ। অফ স্পিনার আফিফ হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ফরহাদ রেজার হাতে ক্যাচ দেন পুরান। ১০ বলে ২টি করে চার ও ছক্কায় ক্যারিবীয় ব্যাটসম্যান করেন ২২ রান।নতুন ব্যাটসম্যান বেনি হাওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ১২ রান করে সামিত প্যাটেলের বলে স্যামিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। খুলনার স্কোর তখন ৫ উইকেটে ৭৪।

প্যাটেল নিজের পরের ওভারে এসে খুলনাকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন। এই ওভারে খুলনার মূল ভরসা মাহমুদউল্লাহকে সাজঘরের পথ দেখানোর পর কেভিন কুপারকেও বিদায় করেন তিনি। তার প্রথম বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে কভার পয়েন্টে নাজমুল হোসেন অপুর হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ (২৮ বলে ২২)। পঞ্চম বলে নুরুলের গ্লাভসবন্দি হয়ে ফেরেন কুপার। খুলনার স্কোর তখন ৭ উইকেটে ৮৭।

এরপর দ্রুত আরো ২ উইকেট হারায় খুলনা। খুলনার স্কোর তখন ৯ উইকেটে ১০২। তবে আরিফুল হকের ২৯ বলে অপরাজিত ৩২ (২ চার, ১ ছক্কা) রানের সুবাদে লড়াই করার মতো পুঁজি পায় খুলনা। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন স্যামিত প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইটান্স : ২০ ওভারে ১২৫/৯ (আরিফুল ৩২*, পুরাণ ২২, মাহমুদউল্লাহ ২২, হাওয়েল ১২; প্যাটেল ৩/১৯, স্যামি ১/৮, আফিফ ১/৯, উইলিয়ামস ১/১৮, ফরহাদ ১/২৮)