জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ফাতেমা-ই-ইয়াজদাহম উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে বয়ান করেন মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারি।
ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন পরিচালক মুহাম্মদ হারুনুর রশীদ, দ্বীনি দাওয়াত বিভাগের উপ-পরিচালক মো. আনিছুর রহমান সরকার, সহকারী পরিচালক মো. হারেস সিনহা প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।