বিনোদন ডেস্ক : ফারহান আখতারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। এমন গুঞ্জন অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছে ফারহান আখতারের সঙ্গে লিভ ইন করছেন শ্রদ্ধা। শুধু তাই নয়, শ্রদ্ধাকে জোর করেই ফারহান আখতারের বাড়ি থেকে নিয়ে এসেছেন শক্তি কাপুর। এ নিয়ে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর মুখ খুললেও চুপ ছিলেন শ্রদ্ধা। এবার নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রদ্ধা কাপুর বলেন, ‘কিছুদিন আগে একজনের কাছ থেকে এই সংবাদটি পাওয়ার পর অনেক হেসেছি। কারণ আমি জানি এটা মিথ্যা। এ নিয়ে আমি মাথা ঘামাই না। আমরা অভিনয়শিল্পী তাই মানুষ আমাদের নিয়ে গসিপ এবং মাসালা ধরনের খবর পড়তে পছন্দ করেন। বিশেষ করে ঘটনাটি যখন পরিবার কিংবা সহশিল্পীকে জড়িয়ে।’
শ্রদ্ধা আরো বলেন, ‘হ্যাঁ, আমি লিভ ইন করছি কিন্তু আমার পরিবারের সাথে। আমার পরিবারের সদস্যরা এই বিষয়টি নিয়ে অধিকাংশ সময় আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে। আমি নাকি আমার স্বামীকে আমার বাড়িতে নিয়ে আসব। কারণ আমি আমার বাড়িতেই থাকতে ভালোবাসি। এটা আমার বাড়ি যেখানে আমি আমার মতো বসবাস করতে পারি। তবে আপাতত আমার বাড়ি ছাড়ার কোনো মুড নেই।’
ওকে জানু, হাফ গার্লফ্রেন্ড ও হাসিনা : দ্য কুইন মুম্বাই সিনেমায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। হাফ গার্লফ্রেন্ড সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। ওকে জানু সিনেমায় আদিত্য রয় কাপুরের সঙ্গে অভিনয় করছেন তিনি।