
নিজস্ব প্রতিবেদক : এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
এর ফলে ফালুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে দুদকের মামলার শুনানির এখতিয়ার না থাকার পরেও হাইকোর্ট বেঞ্চ যে রুল ইস্যু করেছিল তাও খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ফালুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
গত ২০ নভেম্বর ফালুকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। নোটিশে বলা হয়, বিভিন্ন ব্যবসার নামে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ওপর অনুসন্ধান কার্যক্রম চলছে।
এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফালু। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট নোটিশের কার্যক্রম স্থগিত করে দেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক।