
খেলা ডেস্ক : চলতি আইপিএল আসরের ১৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। ব্যাট-বলের জমজমাট লড়াইয়ে আইপিএল জমে ওঠলেও বাংলাদেশে সেটা এখনও উত্তাপ ছড়াতে পারেনি। যার কারণ সাকিব ও মুস্তাফিজের একাদশে অনুপস্থিতি।
হায়দরাবাদ ও কলকাতা এবারের মৌসুমে আজ প্রথম মুখোমুখি হয়েছে। কিন্তু এবার তাদের প্রথম দেখায় একাদশে ঠাঁই হয়নি কাটার মাস্টার মুস্তাফিজ কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টস হেরে হায়দরাবাদের আমন্ত্রনে আগে ব্যাট করে ১৭২ রান করেছে কলকাতা। জিততে হলে ১৭৩ করতে হবে রেড আর্মিদের।
নিজেদের মাঠ ইডেন গার্ডেনে আজ ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি কলকাতার। ওপেনিংয়ে নেমে চমক উপহার দেওয়া সুনীল নারিন আজ ব্যক্তিগত ৬ রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়েছেন। আরেক ওপেনার গৌতম গাম্ভীরকে ব্যক্তিগত ১৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠান রশিদ খান।
তবে ওয়ানডাউনে নেমে কলকাতাকে পথ দেখিয়েছেন রবীন উথাপ্পা। ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি এসেছে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মানিশ পান্ডে। ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন ইউসুফ পাঠান। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রানে থামে কলকাতার ইনিংস।
হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন আশিষ নেহরা, বেন কাটিং ও রশিদ খান।