সচিবালয় প্রতিবেদক : কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা নেতাদের তালিকায় তিন নম্বরে থাকা এই বিপ্লবীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।