
নিজস্ব প্রতিবেদক : কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোসহ বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
ফিদেল কাস্ত্রো ছাড়াও সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী আ স ম হান্নান শাহ, কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদে এই শোক প্রস্তাব গৃহীত হয়।
বোরবার বিকেল সোয়া ৪টায় দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
স্পিকার শোক প্রস্তাবে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
সংসদ অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন করা হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে তারা সভাপতিত্ব করবেন। এরা হলেন মীর শওকত আলী, সাগুফতা ইয়াসমিন, মাহমুদ আলী, ফখরুল ইসলাম ও নজরুল ইসলাম। এরপর শোক প্রস্তাব আনা হয়।
সংসদের অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির ১৩তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে এ অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।