
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা কিছু প্রয়োজন তার সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার প্রথমবারের হোয়াইট হাউজে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত নিরসনে ঠিক কী ধরণের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র সে ব্যাপারে কিছুই জাননি।
আব্বাসের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ফিলিস্তিনি নেতা হয়ে তিনি তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত শান্তি চুক্তিতে আব্বাস স্বাক্ষর করেছেন যা ওই অঞ্চল ও মানুষের জন্য নিরাপত্তা , স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে এসেছে।’
ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশ শান্তি প্রতিষ্ঠায় চুক্তি করতে চায়।
তিনি বলেন, আমি সবসময় শুনে আসছি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চুক্তি সম্পাদান হবে বেশ কঠিন। আসুন দেখি, আমরা ওদের ভুল প্রমাণ করতে পারি কি না। আমরা এটা করতে পারব।
আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে নীতি কী হবে সে ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।